মুশফিকের ব্যাটে টাইগারদের লড়াকু সংগ্রহ

একাই লড়াই করলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে সময়ে হাল ধরেন তিনি। ৩১ রানে দুই ওপেনারের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন মুশফিক। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৮ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য লঙ্কানদের প্রয়োজন ২৩৯।
একের পর এক উইকেট হারিয়ে দলীয় ১১৭ রানে ছয় ব্যাটসম্যানকে হারিয়ে চরম বিপদে পড়ে যাওয়া দলকে গর্ত থেকে টেনে তুলতে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দেন মুশফিক। উইকেটের এক পাশ আগলে রেখে একাই লড়াই করে যান জাতীয় দলের এ নির্ভরযোগ্য ব্যাটসম্যান। অপরাজিত ৯৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন মুশফিক।