ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


কলম্বোয় আজ তামিমের অগ্নিপরীক্ষা


২৮ জুলাই ২০১৯ ২১:২৪

ছবি সংগৃহিত

কোনো অজুহাত দাঁড় করাননি তামিম ইকবাল। হারের ব্যবধান যেখানে ৯১ রান, সেখানে কোনো যুক্তি আসলে খাটেও না। তবে লাসিথ মালিঙ্গার বিদায়ী ম্যাচে শ্রীলংকার কাছে বিশাল হারের পর এ নিয়ে বালুতে মুখ গোঁজারও সুযোগ নেই। তিন ম্যাচের সিরিজ বলে ঘুরে দাঁড়ানোর তাড়না দ্বিতীয় ম্যাচেই। আর সেটি আজই। কলম্বোর প্রেমাদাসায় স্বাগতিকদের বিপক্ষে সফরকারী বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়।

মালিঙ্গাময় প্রথম ওয়ানডেতে তামিমরা হেরেছিলেন ব্যাটিং-বোলিং ফিল্ডিং তিন বিভাগের দুরবস্থায়। আরও একবার বোলাররা দরকারি মুহূর্তে ছন্দে থাকতে পারেননি, প্রতিপক্ষ তুলেছে ৩১৪ রান; বাজে ফিল্ডিং আর ক্যাচ মিসে বেরিয়ে গেছে বেশ কিছু রান, অধিনায়কের হিসাবেই যা ২০-এর মতো। আর রান তাড়ায় নেমে ৩৯ রানের মধ্যে চার উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২২৩ রানে অলআউট- যদিও তখনও ৫০ বল বাকি!

এমন ত্রিমুখী বেহাল পারফরম্যান্সের পর উন্নতি আবশ্যক সব ক্ষেত্রেই। অন্তত ২০১৪ সালের পর শ্রীলংকার কাছে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ হার এড়ানোর জন্য তো অবশ্যই। দুই বছর আগেও লংকানদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। বৃষ্টিতে এক ম্যাচ পণ্ড হয়ে যাওয়ায় দু'দলই বেজার মুখে সিরিজ শেষ করেছিল ১-১-এ।

তার আগে ২০১৪-তে ঢাকায় হওয়া তিন ম্যাচ সিরিজে সবক'টি ম্যাচ জিতেছিল শ্রীলংকা। এর পর দুই দলের বিগত পাঁচ বছরের পারফরম্যান্স ধরলে বাংলাদেশই এখন এগিয়ে বেশি। এমনকি চোটের কারণে মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন আর ছুটিজনিত কারণে সাকিব আল হাসান, লিটন কুমার দাস না থাকার পরও। কিন্তু শুক্রবার তামিমের নেতৃত্বে নামা দলটি স্বাগতিকদের সঙ্গে লড়াইই করতে পারেনি, স্রেফ আত্মসমর্পণ করেছে। বাজে ক্রিকেটের অন্যতম উদাহরণ ভারপ্রাপ্ত অধিনায়ক নিজেই। বড় রান তাড়ায় প্রথম ওভারেই বোল্ড হয়ে গেছেন; মালিঙ্গার ইয়র্কার ডেলিভারিটি ছিল দারুণ, কিন্তু বড় সত্যি হচ্ছে, বিশ্বকাপ মিলিয়ে নিজের সর্বশেষ পাঁচ ম্যাচেই তিনি একইভাবে আউট হয়েছেন। যে কারণে কোনো অজুহাত না দেখিয়ে সামনের চিন্তাই বেশি করছেন সংকটে দায়িত্ব পাওয়া এই সিনিয়র ক্রিকেটার, 'এখনও দুটি ম্যাচ বাকি আছে। দল হিসেবে ঘুরে দাঁড়াতে হবে।'