ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


ভিডিওতে তামিমের বীরত্ব


১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৪:১৪

বাঙালি জাতি কারো কাছে মাথা নত করে না তা আমার দেখেছি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সে সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো বাঙ্গালী জাতি। এবার ২০১৮ সালের এশিয়াকাপের ১৪তম আসরে সারা বিশ্ব আবারো দেখলো বাংলার ছেলেরা শরীরে শেষ রক্ত থাকা পর্যন্ত মাথা নত করে না।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাট করতে নেমেই যেন ছন্ন ছাড়া ছিলো টাইগাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। চোট পান তামিম। সুরাঙ্গা লাকমলের বাউন্সার পুল করতে যেয়ে বাঁ-হাতের গ্লাভসে বল লাগান। তখন ব্যথার যন্ত্রণা নিয়ে দ্রুত মাঠ ছেড়ে যান তামিম। পরে সোজা হাসপাতালে। সেখান স্ক্যান করিয়ে ড্রেসিংরুমে ফিরলেন তো ঠিকই, তবে মাঠে নামা সম্ভব নয় এমন খবর নিয়ে জানা যায় বাঁ-কব্জির ওপরে বৃদ্ধাঙ্গুলির জোড়ায় চিড় ধরা পড়েছে তার। সেই চোটে এশিয়া কাপ থেকেই ছিটকে গেছেন বলে খবর দেয় ক্রিকইনফো। ওয়েবসাইটটি তাদের লিড নিউজে লেখে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তামিমকে।

কিন্তু সেখান থেকেই ফিনিক্স পাখির মতো জেগে ওঠা তামিমের দেখা মিলল। সেঞ্চুরি পার করে মুশফিক তখন ক্রিজে। নবম ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজ রানআউট হয়ে সাজঘরে হাঁটা দিলেন। বাংলাদেশের ইনিংস শেষ বলে ধরে নেয়ার সময়! কেননা ফিজ আউট হওয়ার কিছু আগেই হাতে ব্যান্ডেজ বেঁধে গলায় ঝুলিয়া রাখা তামিম ইকবালকে দেখা গেছে ড্রেসিংরুমে।

ড্রেসিংরুম থেকেই ৪৭তম ওভারের শেষ বলে নেমে গেলেন মাঠে। ব্যান্ডেজে বাধা বাঁ-কব্জির গ্লাভসের বন্ধনীও আটকাতে পারেননি। চোখে-মুখে ব্যথার যন্ত্রণার ছাপ স্পষ্ট। পরে এক হাতে ব্যাট চালিয়ে মুশফিককে স্ট্রাইক দিলেন।

তাতে বাংলাদেশের রানটা বাড়ল আরও ৩২। তামিম ইনিংসের শুরুতে করা দুই রানেই অপরাজিত থাকলেন। মুশফিক ফিরলেন শেষ ব্যাটসম্যান হিসেবে, ১১ চার ও ৪ ছক্কায় ১৪৪ রানে। বাংলাদেশের সংগ্রহ ২৬১।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন... 

এসএ