ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


বিশ্ব দেখে যাও এইতো বাংলাদেশ


১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৪১

এশিয়া কাপের প্রস্তুতিতে আঙুলে আঘাত পেয়ে প্রথম ম্যাচে অনিশ্চিত ছিলেন তামিম ইকবাল। তবে প্রথম ম্যাচে বাংলাদেশের হাল ধরতে মাঠে নেমে বড় ধরনের ইনজুরিতে পড়েছেন তিনি।

বাঁ হাতের কবজিতে চোটের কারণে এশিয়া কাপের এ আসরে আর খেলা হবে না তামিম ইকবালের। এ ইনজুরির জন্য অনন্ত ৬ সপ্তাহ বিশ্রামে থাকবে হবে তাকে- এমনটাই জানাগেছে।

কিন্তু এরপরে যখন ২২৯ রানে মোস্তাফিজ আউট হোন, তখন একটু ঝামেলায় ছিলো টিম ম্যানেজমেন্ট। মাঠে নামবেন কি তামিম? কিন্তু দেশের টানে ব্যাডেজ খুলেই মাঠে নেমে গেলেন তামিম। এমন ঘটনা বিশ্ব ক্রিকেটে আর একটিও নেই। দেশের জন্য নিজেকে এমনভাবে উজার করে দিয়ে সবাইকে অবাক করে দিয়েছে তামিম। 

তামিমের এক হাতে ব্যান্ডেজ অপর হাতে ব্যাট! এ দৃশ্য ক্রিকেট বিশ্বকে আন্দোলিত করেছে। দুঃসাহসী তামিমে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। 

তামিমকে সঙ্গী পেয়ে মাঠে ঝড় তুলে মুশফিক। চার-ছক্কার বন্যায় ১৫০ বলে ১৪৪ রানেই অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি। শ্রীলঙ্কা কে ২৬২ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন... 

এসএ