এক মালিঙ্গাতেই অর্ধেক শেষ

মুশফিকের সঙ্গে ১৩২ রানের জুটি গড়ে বিদায় নিলেন তরুণ ব্যাটসম্যান মোহাম্মাদ মিঠুন। আউট হওয়ার আগে ৬৮ বলে ৫ চার ও ২ ছয়ে ৬৩ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। এরপর এক রান করতেই আপুন্সুর বলে ক্যাচ দিয়ে বিদায় নেন মাহমুদউল্লাহ রিয়াদ। দ্রুত দুই উইকেট হারিয়ে এখন টাইগাররা। চাপে বাংলাদেশ।
এদিকে, প্রথম ওভারে দুই উইকেট হারিয়ে বেশ প্রচণ্ড চাপে ছিল বাংলাদেশ। সেই সঙ্গে আঘাত পেয়ে তামিমের মাঠের বাইরে চলে যাওয়া ছিল দুঃস্বপ্নের মতো। কিন্তু শুরু সেই ধাক্কা মিঠুন-মুশফিকের ব্যাটে সামলে উঠে টাইগাররা। মিঠুনের দুর্দান্ত অর্ধশতকে বাংলাদেশ পার করে শতরানের মাইলফলক। যা এই ডানহাতি ব্যাটসম্যানের ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। সেই সঙ্গে মুশফিকও তুলে নেন ক্যারিয়ারের ৩০তম অর্ধশতক।
৩৭৯ দিন পর প্রত্যাবর্তন করল ল্যাসিথ মালিঙ্গা। প্রত্যাবর্তনটাকে রাজকীয় করে নিলেন তিনি। প্রথম ওভারে লাসিথ মালিঙ্গার বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেয় লিটন। এর পরের বলে বোল্ড হয়ে কোনো রান করেই ফিরে যান সাকিব। এরপরের ওভারেই চোট নিয়ে মাঠ ছাড়েন তামিম। সুরাঙ্গা লাকমলের বাউন্সের পুল করতে চেয়েছিলেন তামিম। বল লাগে তার গ্লাভসে। মুখে ফুটে ওঠে যন্ত্রণার ছাপ। ছুটে আসেন ফিজিও। একটু পর ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। শুরুতেই ধুঁকতে থাকা বাংলাদেশের জন্য আরেকটি বড় আঘাত। ২ রানে আহত হয়ে মাঠ ছাড়লেন তামিম।
এরপর দেখে-শুনে খেলছেন মোহাম্মাদ মিঠুন এবং মুশফিকুর রহিম। শুরুতে প্রতি ওভারে ২-৩ গড়ে রান তুলে দলের বিপদ সামাল দেওয়ার চেষ্টা করছেন এই দুই ব্যাটসম্যান। পরে রান তোলার সেই গড়কে নিয়ে গেছেন ৫-৬ এ।
এমএ