ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


টাইগার শিবিরে জোড়া অর্ধশত


১৬ সেপ্টেম্বর ২০১৮ ০১:২৬

এশিয়া কাপের ১৪তম আসরের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম ওভারের যখন সাকিব আল হাসান আর লিটন দাসের জোড়া উইকেট তুলে নেন লাসিথ মালিঙ্গা তখন ভরসার নাম তো তামিমই। সে তামিমও পরের ওভারে সুরাঙ্গা লাকমলের বলে হাতে চোট পেয়ে ছাড়তে হয়েছে মাঠ। পরে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে তাকে। এরপর মুশফিকুর রহিমকে সাথে নিয়ে মোহাম্মদ মিঠুন বাংলাদেশের রানের চাকা সচল রাখে। ১ রানে জীবন পেয়েছিলেন মিঠুন।

সেই সুযোগটা দুই হাতে কাজে লাগালেন তিনি। তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি। ৪৬ থেকে সুরঙ্গা লাকমালকে চার হাঁকিয়ে পঞ্চাশ স্পর্শ করেন ডানহাতি ব্যাটসম্যান। তার চারে পূর্ণ হয় বাংলাদেশের দলীয় সেঞ্চুরিও। ৫২ বলে ফিফটি করতে ৪টি চারের সঙ্গে দুটি ছক্কা হাঁকান মিথুন। এর পরেই ক্যারিয়ারের ৩০ তম হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। ৬৭ বলে ফিফটি করতে ৩টি চারের সঙ্গে ১টি ছক্কা হাকান।

বাংলাদেশ: ১১৮/২ (২২ ওভার)।
আউট: সাকিব আল হাসান, লিটন কুমার দাশ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক) মেহদি মিরাজ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা দল: উপল থারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, এঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, ধানুস শানকা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমল, আপনসো ও দিলরুওয়ান পেরেরা।

এসএ