ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ


১৫ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৪২

ফাইল ছবি

এশিয়া উদ্বোধনী ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। প্রথম ওভারে লাসিথ মালিঙ্গার শেষ দুই বলে বাংলাদেশ হারিয়েছে ২ উইকেট! অফ স্টাম্পের বাইরে করা পঞ্চম বলে স্লিপে ক্যাচ দিয়েছেন ওপেনার লিটন দাস। তিন বল খেলে লিটন মেরেছেন ডাক। পরের বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মেরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ওভারে ১ রানেই নেই বাংলাদেশের ২ উইকেট!

টস জেতার পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘আগে ব্যাট করার জন্য ভালো উইকেট এটা। আমরা শুনেছি, শেষের দিকে এখানকার উইকেটে টার্ন করে। সুতরাং আগে ব্যাট করে ভালো একটা সংগ্রহ গড়াটা ভালো। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ছেলেরা দারুণ ফর্মে আছে। বোলাররাও দারুণ করেছে।’

এ ম্যাচে বাংলাদেশ একাদশে তিন পেসার রাখা হয়েছে। তারা হলেন মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। স্পিন আক্রমণে সাকিব আল হাসানের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। একাদশে ঢুকেছেন মোহাম্মদ মিথুন ও লিটন দাস।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস, থিসারা পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), দাসুন শাকানা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমল, আমিলা আপোনসো, দিলরুয়ান পেরেরা।

 

এমএ