ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


১৫ সেপ্টেম্বর ২০১৮ ২৩:১১

এশিয়া কাপের প্রথম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টসের সময় শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস বলেছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং নিতেন।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় শনিবার বিকেল সাড়ে ৫টায়। ২৩ বছর পর আমিরাতে বাংলাদেশ বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে সর্বশেষ ম্যাচ খেলেছিল ১৯৯৫ সালের এপ্রিলে। সেটাও ছিল এশিয়া কাপেই। ২৩ বছর পর আবার আমিরাতে ম্যাচ খেলছে বাংলাদেশ।

আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে এখনো পর্যন্ত ৪৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে ৬ ম্যাচে বাংলাদেশ আর ৩৬ ম্যাচে জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা। দুটি ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয়েছিল। এশিয়ান শ্রেষ্ঠত্বের এ লড়াইয়ে ১২ বার দেখা হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। এর মধ্যে ১১ বার জয় পেয়েছে লঙ্কানরা। ২০১২ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচে জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান

এসএ