শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার একাদশে থাকছেন যারা

এশিয়াকাপের ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটা আমিরাতে মাঠে গড়াবে ম্যাচটি। মাশরাফির নেতৃত্বে একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। তবে চূড়ান্ত একাদশে জায়গা পাচ্ছে কারা? এ নিয়ে আগ্রহের কমতি নেই ক্রিকেট ভক্তদের মধ্যে। হচ্ছে নানা বিচার বিশ্লেষণ।
সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় একাদশে আসতে পারে পরিবর্তন। ওপেনিংয়ে অটোমেটিক চয়েজ তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে লিটন দাসক প্রায় নিশ্চিত। আর লোয়ার মিডল-অর্ডারে মোহাম্মদ মিথুন বা আরিফুল হকের মধ্যে কাউকে দেখা যেতে পারে। স্পিন আক্রমণে সাকিব আল হাসানের সঙ্গী হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ অথবা নাজমুল অপু। আর পেস আক্রমণে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে থাকছেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
এসএ