ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


সাকিব নয়, টুর্নামেন্ট সেরা হলেন কেন উইলিয়ামসন


১৫ জুলাই ২০১৯ ১১:৪৬

একটা টুর্নামেন্টের সেরা হওয়ার জন্য যা যা করা দরকার সবই করেছেন সাকিব আল হাসান। এমনকি টুর্নামেন্ট সেরা হওয়ার জন্য যত প্যারামিটার প্রয়োজন, সবই ছিল সাকিবের মাঝে। তবুও বিশ্বকাপের সেরা খেলোয়াড় হলেন না সাকিব। টুর্নামেন্ট সেরার পুরস্কারটা তুলে দেয়া হলো নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের হাতে।

উইলিয়ামসনের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে, তিনি দলকে প্রায় এককভাবেই ফাইনালে তুলে এনেছেন। দিয়েছেন তুখোড় নেতৃত্ব। যদিও, শেষ মুহূর্তের চাপের মধ্য থেকে তার সতীর্থরা ম্যাচটা বের করে আনতে পারেননি। তবুও, তার কৃতিত্বকে খাটো করেনি আইসিসি। টুর্নামেন্ট সেরার পুরস্কারটা তাই সাকিব নয়, দেয়া হলো কিউই অধিনায়ককে।

 

নতুনসময়/এমএন