ক্যামেরার পেছনে রোনাল্ডোর ভুতুরে কাণ্ড (ভিডিও)

জুভেন্টাসে জয়েন হওয়ার পর থেকেই খুব খোশমেজাজেই আছেন তারকা ফুটবলার ক্রিশিয়ানো রোনাল্ডো। হেসে খেলেই তুরিনে দিন অতিবাহিত করছেন তিনি।
আর তারই একটি ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে কেউ কেউ ভাববেন তাকে হয়তো ভুতে ধরেছে।
ভিডিওটিতে দেখা গেছে, জুভেন্টাস ক্লাব রিপোর্টার মাঠে দাঁড়িয়ে রিপোর্টিং করছিলেন। ঠিক এই সময় হঠাৎ করে রিপোর্টারের পেছনে চলে এলেন রোনাল্ডো। তারপর শুরু করলেন সেই সাংবাদিককে নকল করা। ক্যামেরায় নিজের মুখের সব বিচিত্র ভঙ্গি প্রদর্শন করে তিনি ছুটে চলে যান প্র্যাকটিসে।
তবে রোনাল্ডোর এ অনুকরণ কর্মকাণ্ডের কোনো আঁচ পান নি সেই সাংবাদিক। কয়েক সেকেন্ডের ভিডিওটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেটজগতে।
অনেকেই প্রশ্ন তোলেন, খেলোয়াড় না হলে সিআরসেভেন কী হতেন? উত্তরে কেউকেউ বলেন, দক্ষ কমেডিয়ান।
উল্লেখ্য, পাঁচবারের ব্যালন ডি-অর জেতা রোনাল্ডো ইতালির জায়ান্টদল জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকে এখনও গোলের দেখা পান নি। বিষয়টা সমালোচিত হলেও রোনাল্ডো এসবে কান দিচ্ছেন না। বরং অনুশীলনে তিনি বেশ হাস্য রশিকতায় সময়টা কাটিয়ে দিচ্ছেন।
আরআইএস