ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ইংলিশদের বোলিং তোপে কাঁপছে অস্ট্রেলিয়া


১২ জুলাই ২০১৯ ০২:২৭

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ব্যাট করতে নেমে ইংলিশদের বোলিং তোপে কাঁপছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে তিন উইকেট হারিয়েছে অজিরা।  

এর আগে দলীয় ১০ রানের মাথায় দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। ম্যাচের দ্বিতীয় ওভারে ইংলিশ বোলার জোফরা আর্চারের প্রথম বলেই এলব্ডিব্লিউ হয়ে সাজঘরের পথ ধরেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর অজি অধিনায়কের পথ অনুসরণ করেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার ৯ এবং ফিঞ্চ শূন্য রানে আউট হন।  
 
সর্বশেষ ক্রিস ওকসের বলে বোল্ড হয়ে চার রান করে আউট হন আজকের ম্যাচে অভিষেক হওয়া অজি ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮ রান। এর আগে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

এদিকে ম্যাচে নামার আগে স্বাগতিক হিসেবে ইংল্যান্ডের দিকেই পাল্লাটা ভারি বলে মনে করছেন অনেকে। তবে পরিসংখ্যান কথা বলছে অস্ট্রেলিয়ার হয়ে।  

এর আগে ১৪৮ বারের মুখোমুখিতে অস্ট্রেলিয়া জিতেছে ৮২ বার। ইংল্যান্ড জিতেছে ৬১ বার। এছাড়া বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের লড়াই হয়েছে ৮ বার। এর মধ্যে ৬ বারই জিতেছে অজিরা। ২ বার জিতেছে ইংল্যান্ড।

 

নতুনসময়/এমএন