ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


নিউজিল্যান্ডের আঘাতে বিধ্বস্ত ভারতীয় শিবির


১১ জুলাই ২০১৯ ০২:১৯

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বোলিং তাণ্ডবে বিধ্বস্ত ভারতীয় শিবির। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্টের গতির মুখে পড়ে একে একে সাজঘরে ফেরেন ভারতের ৬ ব্যাটসম্যান।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২৪০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত।

ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দলীয় ৪ রানে ম্যাট হেনরির বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন রোহিত শর্মা। আগের তিন ম্যাচে টানা সেঞ্চুরি করা রোহিত এদিন ফেরেন চার বলে মাত্র ১ রান করে।

রোহিত শর্মার বিদায়ের পর উইকেটে নেমে ৬ বল খেলার সুযোগ পান বিরাট কোহলি। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান ট্রেন্ট বোল্টের গতির বলে এলবিডব্লিউ হন। রিভিও নিয়েও উইকেট বাঁচাতে পারেননি তিনি। কোহলি ফেরেন মাত্র ১ রান করে।

চতুর্থ ওভারের প্রথম বলে ম্যাট হেনরির বলেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অন্য ওপেনার লোকেশ রাহুল। তিনিও করেন মাত্র এক রান। বিশ্বকাপের ইতিহাসে প্রথম তিন ব্যাটসম্যান এভাবে ১ রান করে আউট হওয়ার রেকর্ডও এবারই প্রথম।

মাত্র ৫ রানে ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় কোহলিরা।

দলের এমন কঠিন বিপর্যয়ের ম্যাচে হাল ধরবেন বলে দিনেশ কার্তিকের প্রতি ভরসা করেছিলেন ভারতীয় সমর্থকরা। দলের এই দুঃসময়ে তিনিও নিজে ত্রাতা হিসেবে আবির্ভূত হতে পারেননি।

ম্যাট হেনরির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে জেমস নিশামের বাঁ-হাতের অসাধারণ ক্যাচে পরিণত হন কার্তিক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারত ৩০ ওভারে ৬ উইকেটে ৯২ রান সংগ্রহ করেছে।


নতুনসময়/এমএন