ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


জীবন বাঁচাতে মাঠে শুয়ে পড়লেন আম্পায়ার ও ক্রিকেটাররা


২৯ জুন ২০১৯ ০৭:৩৭

চলতি ক্রিকেট বিশ্বকাপে আফ্রিকা ও শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠার লড়াইয়ে টস হেরে ব্যাট করতে নামে লঙ্কানরা। এ ম্যাচে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।

ইনিংসের ৪৮ তম ওভারের খেলা চলছিল তখন। মৌমাছির হঠাৎ আক্রমণের কারণে মাঠের মধ্যেই শুয়ে পড়েন দুই দলের ক্রিকেটার ও আম্পায়াররা। আর সেজন্য কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় খেলাটি।

এ নিয়ে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার লড়াইয়ে দ্বিতীয়বার এ ঘটনাটি ঘটল।

এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার জোহনের্সবার্গ মাঠে শেষবার এই দুই দলের ম্যাচে মৌমাছি আক্রমণ করেছিল।  

মৌমাছির আক্রমণের পর খেলা মাঠে গড়ালে ৪৯.৩ ওভার শেষে সবক'টি উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান সংগ্রহ করেন কুশল পেরেরা এবং অভিষেক ফার্নান্দো।

বিশ্বকাপ থেকে ছিটকে পড়া দক্ষিণ আফ্রিকা জয়-পরাজয় নিয়ে খুব একটা চিন্তা নেই। কিন্তু এখনও সেমিফাইনাল খেলার স্বপ্ন টিকে থাকায়, এ ম্যাচে জয়টা বড্ড প্রয়োজন শ্রীলঙ্কার।


নতুনসময়/এমএন