শাহিন ঝড়ে কাঁপছে নিউজিল্যান্ড

বার্মিংহামে টস জিতে আগে ব্যাটিং নেয়া নিউজিল্যান্ড রীতিমতো তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে কাঁপছে।
বাঁ-হাতি পেসার শাহিন টানা তিন উইকেট তোলে নিয়েছেন। তার আগে মোহাম্মদ আমির আঘাত হানেন নিজের প্রথম ওভারেই। ৪৬ রান যোগ করতেই ৪ উইকেট হারায় কিউইরা।
ইনিংসের দ্বিতীয় ওভারেই আমির ফিরিয়ে দেন ওপেনার মার্টিন গাপটিলকে (৫)। সেই ধাক্কা কাটিয়ে না উঠতেই দৃশ্যপটে এলে শাহিন। দলীয় ২৪ রানে কলিন মানরোকে ফেরান তিনি। ব্যক্তিগত ১২ রান করে ফিরতে হয় মানরোকে।
এরপর রস টেলরকে শিকার বানান। মাত্র ৩ রান করে টেলর শাহিনের বলে উইকেটের পেছনে ক্যাচ হন। শাহিনের পরের শিকার টম ল্যাথাম। ব্যক্তিগত ১ রানে উইকেটের পেছনে ক্যাচ হন তিনিও।
বিশ্বকাপে এখনো অপরাজিত নিউজিল্যান্ড। পাকিস্তানকে হারাতে পারলেই অস্ট্রেলিয়ার পর সেমি-ফাইনাল নিশ্চিত করবে গত আসরের রানার্সআপ।
পয়েন্ট টেবিলের দুই নম্বর দল নিউজিল্যান্ড। ৬ ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে ফল পেয়েছে দলটি। অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত। ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে আছে কিউইরা।
অন্যদিকে ৬ ম্যাচে মাত্র ২ জয়ে টেবিলের সাত নম্বরে আছে পাকিস্তান। সেমিফাইনাল খেলতে হলে নিজেদের বাকি ম্যাচগুলো জিততে হবে তাদের। নানা চড়াই-উতরাই সঙ্গী করে এগিয়ে চলা দলটি শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে দাপটের সঙ্গে হারিয়েছে। ওই জয়ের পর আবারও উজ্জীবিত হয়ে উঠেছে পাকিস্তান। খেলোয়াড়রা ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস।