পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

এজবাস্টনে মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি পাকিস্তান আর নিউজিল্যান্ড। ম্যাচে টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
স্থানীয় সময় সকাল ১০.৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিট) টস হওয়ার কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে সেটা হয়নি। আধা ঘন্টা দেরিতে টস হয়েছে।
ম্যাচও এক ঘন্টা পিছিয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে দুই দল মাঠে নামবে। তবে ম্যাচ দেরিতে শুরু হলেও ওভার কাটা হবে না। নতুন করে বৃষ্টি শুরু না হলে দুই দলই পুরো ৫০ ওভার করে পাবে।
নতুনসময়/এমএন