গরু দিয়ে বিয়ের প্রস্তাব!

পছন্দের মানুষকে সারপ্রাইজ দিয়ে বিয়ের প্রস্তাব দেয়ার সপ্ন থাকে সবার। কজনই সেটা ঠিক মত করতে পারেন। একেক জন একেক ভাবে উপস্থাপন করেন। যেখানে থাকে অনেক রোমান্টিক সব কর্মকাণ্ড। এবার সব কিছু ছাপিয়ে অভিনব একটি বিয়ের প্রস্তাব সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সম্প্রতি স্কটল্যান্ডের এক কৃষক তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে ব্যবহার করেছেন গরু! গরুর পিঠের একপাশে তিনি লিখেছেন ‘উইল ইউ ম্যারি মি’। ৩০ বছর বয়সী এই প্রেমিকের নাম ক্রিস গসপাল। প্রেমিকা এলিটা ফেজারকে চমকে দিতেই এমন অভিনব কান্ড করেন তিনি।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিস বলেন, গরুটি ছিল তার প্রেমিকার খুব প্রিয়। সে কারণে এর মাধ্যমেই জীবনের সেরা সিদ্ধান্তের বার্তাটি তিনি সেখানেই দেন। ক্রিস জানান, এলিটা যখন গরুটির পাশে দাড়াই তখন মুহুর্তের জন্য সে দাঁড়িয়ে ছিল, পরোক্ষণেই প্রিয় মানুষের কাছ থেকে এমন প্রস্তাবে আবেগ প্রবণ হয়ে পড়ে এলিটা। এরপরই সে একটি কথাই বলে ‘ইয়েস’ (হ্যাঁ)।
এসএ