ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১

আগামী মাসে ভারতে দেখা যাবে বিটিভির অনুষ্ঠান সম্প্রচার


৮ মে ২০১৯ ২১:৫৪

ফাইল ছবি

আগামী মাসে ভারতে বিটিভির অনুষ্ঠান সম্প্রচার করা হবে। একইভাবে ভারতের 'দূরদর্শন চ্যানেল'ও দেখা যাবে বাংলাদেশ থেকে।

মঙ্গলবার দিল্লিতে দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব অমিত খেরের সঙ্গে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী।

বৈঠকে ড. গওহর রিজভী ছাড়াও ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল উপস্থিতি ছিলেন।
বৈঠকে দুই দেশের মধ্যে শক্তিশালী কমিউনিটি রেডিও নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়টি তুলে ধরা হয়। এছাড়া দূরদর্শন ফ্রি ডিশের মাধ্যমে দুই দেশের দর্শকরা চ্যানেল দুটি দেখতে পারবেন বলে জানা গেছে।’

নতুনসময়/আল-এম