ডিআরইউর নেতৃত্বে সালেহ-সোহেল

রাজধানীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির (২০২৫) নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৫টায়।
নির্বাচনে সহ-সভাপতি পদে গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক পদে নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হাই তুহিন, দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, অর্থ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী, ক্রীড়া সম্পাদক পদে মুজিবুর রহমান, আপ্যায়ন সম্পাদক পদে সালিম উল্লাহ মেজবাহ, কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা নির্বাচিত হয়েছেন।