কাপড় আয়রনে এলপি গ্যাস!

বিদ্যুৎ ও কয়লার পরিবর্তে এলপি গ্যাস ব্যবহার করে কাপড় আয়রন করা হচ্ছে। পরিবেশ বান্ধব, হালকা ও কম খরচ হওয়ায় ভারতের তামিলনাডুর কায়ামবাটুর অঞ্চলে আয়রন দোকান গুলোতে এর ব্যবহার দিনি দিন বাড়ছে।
আগে কয়লার ইস্ত্রিতে আয়রনের সময় আগুনের ফুলকিতে কাপড় নষ্ট হয়ে যেত। আবার বিদ্যুতের ইস্ত্রিতে সব সময় শকের ভয় থাকতো। এখন গ্যাসের ইস্ত্রিকে সেই ভয় নেই। খরচও কম। কথা গুলো বলছিলেন, এলাকার দোকানী প্রভু।
তার মতে, মাত্র ৫ কেজি গ্যাসে ৮০০ কাপড় আয়রন করা যায়। কম খরচের কারণে এলাকার অনেক লন্ডী দোকানী এখন গ্যাস ইস্ত্রি ব্যবহারের চিন্তা করছে। অনেকে এরই মধ্যে শুরু করে দিয়েছে। সিলিন্ডার গ্যাস ও ইস্ত্রি বক্সের দাম কমলে এর জনপ্রিয়তা আরও বাড়বে বলেও জানান প্রভু।
এসএ