ক্যামেরায় ধরা পড়ল ভূত! (ভিডিও)

ইন্টারনেটে ভূতদর্শন এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। এসব ভূত নিয়ে মানুষের মনে রয়েছে নানান প্রশ্ন। আসলেই বাস্তব জীবনে ভূত বলে কিছু আছে কিনা সেটা নিয়ে রয়েছে ব্যাপক সন্দিহান। প্রযুক্তির এ যুগে ঘরে বসেই জানা যায় কোথাও ভূত আছে কিনা। এজন্য ব্যবহৃত হয় একটি অ্যাপ।
এই সব অ্যাপও বিশ্বাস করেন না অধিকাংশ বাস্তববাদী সচেতন মানুষ। তবে যদি গুগল ম্যাপের মতো অ্যাপের মাধ্যমে ভেসে ওঠে ভৌতিক ছবি, তখন আর কিছু বলার থাকে না।
সম্প্রতি গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ক্যামেরায় ধরা পড়ল এমন এক মুখ যাকে দেখতে ভৌতিক বলে মনে হচ্ছে। শোনা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মার্থা চ্যাপেল কবরখানায় দুই রহস্যময় মুখ দেখা গেছে। এদের মধ্যে একটি কালো জোব্বা পরা মুখ ও অন্যটি একটি মেয়ের।
গুগল স্ট্রিট ভিউ ক্যামেরার সেই ভিডিও ইউটিউবে যখন ইউটিউবে আপলোড হয় তখন তা বহুসংখ্যক মানুষ দেখেন। তারা বিশ্বাস করেন যে, এসব মুখ ভৌতিক। গাছের পিছন থেকে উঁকি মারা বালিকার মুখটি এতই স্পষ্ট যে, পরিপার্শ্বের থেকে আর আলাদা রংটিকেও বোঝা যাচ্ছে। প্রসঙ্গত, সেই বালিকার মুখটি অস্বাভাবিক রকমের দেখতে।