ইউটিউবে ভিডিও চুরি ঠেকাবে ‘কপিরাইট ম্যাচ টুল’

অনলাইন দুনিয়ার সকলের পছন্দের সাইট ইউটিউব আর এই সাইট থেকেই সকল মানুষ একে অপরের ভিডিও চুরি করে নিজের ইউটউব চ্যানেল পোষ্ট করছে। আর সে ধারাবাহিকতায় ইউটিউবের ভিডিও চুরি ঠেকাতে ‘কপিরাইট ম্যাচ টুল’ ফিচার অ্যাপ নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
‘কপিরাইট ম্যাচ টুল’ এর মাধ্যমে ভিডিও মালিকরা তাঁদের ভিডিও চুরি ঠেকাতে পারবেন খুব সহজেই।
নতুন ধারার এই টুল অ্যাপের মাধ্যমে সকলের ভিডিও আপলোড হলে তা স্ক্যান করবে ইউটিউব। যদি এক আর একজনের ভিডিও আপ দেয় তাহলে স্ক্যান করার পর মিলে যাবে তাপর ‘ম্যাচেস’ নামের একটি ট্যাব শো হবে।
ইউটিউব প্রতিষ্ঠান থেকে জানা যায়, অবৈধভাবে ভিডিও পুনরায় আপলোড ঠেকানোর জন্য এক বছর ধরেই কপিরাইট ম্যাচ টুলটি নিয়ে আমরা কাজ করছি।
যদি আগে আপলোড করা কোনো কনটেন্টের সঙ্গে নতুন কনটেন্ট মিলে যায়, তাহলে আসল আপলোডার নতুন আপলোডারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব বা ইউটিউবকে ওই ভিডিও সরিয়ে ফেলার অনুরোধ করাও সম্ভব হবে।
এই সুবিধা তারাই পাবেন যাদের ইউটিউব চ্যানলে ১ লক্ষের বেশি সাবস্ক্রাইবার আছে।