গুগলের সাহায্যে দ্রুত ব্যাংক ঋণ পাবেন

ভারতীয় ব্যাংক থেকে আবেদন করার সঙ্গে সঙ্গেই আমানতকারীরা যেন খুব দ্রুত ঋণ পান তার জন্য সাহায্য করবে গুগল। সেই সঙ্গে আমানতকারীর সংখ্যা বাড়াতেও সাহায্য করবে গুগলের।
ফেডেরাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক ও কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে পৌঁছেছি। আরও বেশি সংখ্যায় ভারতীয় ব্যাংককে আমরা ওই সহায়তা দিতে চাইছি বলে জানিয়েছেন দিল্লিতে সংস্থার একটি বার্ষিক অনুষ্ঠানে গুগলের ‘নেক্সট বিলিয়ন ইউজার ইনিশিয়েটিভ’-এর ভাইস প্রেসিডেন্ট সিজার সেনগুপ্ত।
তিনি বলেন, ‘ভারতের মতো দেশে যেখানে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে খুব দ্রুত, সেখানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা অত্যন্ত কার্যকরী হবে।’
ব্যাংকিং ব্যবস্থায় অর্থ লেনদেন সহজের জন্য গুগল একটি পেমেন্ট অ্যাপ চালু করেছে তার নাম- ‘তেজ’ (হিন্দিতে যার অর্থ- দ্রুত গতি) ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ (ইউপিআই)-এর সঙ্গে সমন্বয় বজায় রেখে গুগলের অ্যাপ ‘তেজ’ ভারতে বর্তমানে খুবই জনপ্রিয়।