ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৫০০ টাকায় ডোমেইন ও ৫০০ এমবি হোষ্টিং


৬ মার্চ ২০১৯ ০৪:০৮

লোগো

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে হোষ্টিং হেল্প ২৪ সীমিত সময়ের জন্য নির্দিষ্ট এক্সটেশানের ডোমেইন ও ৫০০ এমবি ইউএসএ সিকিউর সার্ভার হোষ্টিং দিচ্ছে মাত্র ৫০০ টাকায়!

ডোমেইনের সম্পূর্ণ কন্টোল প্যানেল দেওয়া হবে এবং কাষ্টমারের নামে রেজিষ্ট্রেশান করা হবে। যার ফলে ভবিষ্যতে যে কোন কোম্পানী থেকে ডোমেইন রিনিউ করা সম্ভব হবে।

সি প্যানেল প্ল্যাটফর্মের হোষ্টিং সার্ভারে ওয়ান ক্লিক ইন্সষ্টলেশানের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ড প্রেস. জুমলাসহ বিভিন্ন সিএমএস এক ক্লিকের মাধ্যমে ইনষ্টল করা যাবে।

শুধুমাত্র নির্দিষ্ট এক্সটেনশানের নতুন ডোমেইন রেজিষ্ট্রেশানের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য হবে। ডোমেইন এক্সটেশান জানতে ইমেইল করুণ: info@hostinghelp24.com ঠিকানায় এবং বিস্তারিত জানতে কল করুণ: ০১৯১৫৭৮৪২৬৪।