ঢাকা মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫, ২৫শে চৈত্র ১৪৩১

একসঙ্গে কাজ করবে ইজিয়ার ও স্কয়ার হসপিটাল


২১ জানুয়ারী ২০১৯ ০১:২৭

ইজিয়ার ও স্কয়ার হসপিটাললের মাঝে চুক্তি স্বাক্ষর

ইজিয়ার ও স্কয়ার হসপিটাললের মাঝে চুক্তি স্বাক্ষর

রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান ইজিয়ার টেকনোলজিস লিমিটেড তাদের ব্যবহারকারীদের বাড়তি সেবা প্রদানে চুক্তিবদ্ধ হলো বাংলাদেশের শীর্ষস্থানীয় হাসপাতাল স্কয়ার হসপিটালস লিমিটেডের সঙ্গে। এখন থেকে ইজিয়ার অ্যাপের জরুরি অ্যাম্বুলেন্স সেবাগ্রহন করে কেউ স্কয়ার হসপিটালে ইমার্জেন্সিতে চিকিৎসা সেবাগ্রহন করলে উপভোগ করতে পারবেন হসপিটাল বিলের উপর ৫% ছাড়। 

স্কয়ার হসপিটালস লিমিটেডে সম্পন্ন হওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইজিয়ার টেকনোলজিস লিমিটেডের জিএম (অপারেশনস) শামসুল আলম শামস, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাঈম সাদাত, সিনিয়র এক্সিকিউটিভ (বিজনেস ডেভেলপমেন্ট) সমীর যায়সী সৈকত এবং স্কয়ার হসপিটালস লিমিটেডের চিফ অ্যাডমিনিস্ট্রাটিভ অফিসার মো. এসাম ইবনে ইউসুফ সিদ্দিকী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) ডা. মোহাম্মদ ফয়সাল জামান, জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) সুলতান মিনহাজ উদ্দীন, হেড অফ ম্যানেজমেন্ট সাপোর্ট সার্ভিস লেঃ কর্নেল মো. নুরুল আলম ও ম্যানেজার (বিজনেস অফিস) রেজিনা আকতার উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুইপক্ষই চুক্তি ও পারস্পারিক বন্ধন সম্পর্কে একটি ফলপ্রসু ভবিষ্যৎ কামনা করেন।

/এটিএম