ঢাকা রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৫শে ভাদ্র ১৪৩১

স্মার্টফোনকে টিভির রিমোট বানাবেন যেভাবে


৮ জুলাই ২০২৪ ১২:৫১

ছবি: সংগৃহীত

অনেক সময় টিভির রিমোট নষ্ট বা হারিয়ে যেতে পারে। কিন্তু সেই সময়ই হয়তো পছন্দের কোনো ধারাবাহিক কিংবা সংবাদ দেখার প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে নিজের স্মার্টফোনটিকেই বানিয়ে ফেলতে পারেন টিভির রিমোট। সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে স্মার্টফোনকে রিমোট হিসেবে ব্যবহার করা যাবে।

যেভাবে স্মার্টফোনকে রিমোট বানাবেন

* প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে।

* এরপর গুগল টিভি অ্যাপ ফোনে ডাউনলোড করে ইনস্টল করুন।

* টিভি এবং ফোন একই ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকতে হবে।

* টিভিতে ব্লুটুথ সাপোর্ট করলেও এই ফিচার ব্যবহার করা যাবে।

* এরপর ফোনের মধ্যে গুগল টিভি অ্যাপ চালু করুন।

* স্ক্রিনের নীচে ডানদিকের কোণে যে রিমোট বাটন রয়েছে সেখানে ট্যাপ করতে হবে।

* এবার অ্যাপের সাহায্যে ডিভাইস স্ক্যান করতে হবে।

* আপনার টিভি সেট খুঁজে পাওয়া গেলে টিভি স্ক্রিনে একটি ইউনিক কোড দেখতে পাওয়া যাবে।

* কোডটি অ্যাপের মধ্যে প্রবেশ করালে টিভি এবং আপনার ফোনের পেয়ারিং সফলভাবে সম্পন্ন হবে।

* একবার পেয়ারিং হয়ে গেলে অনায়াসে স্মার্টফোনটি টিভি রিমোট হিসবে ব্যবহার করতে পারবেন।

তথ্যসূত্র: গ্যাজেটস নাউ, অ্যন্ড্রয়েড অথরিটি