ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

নগ্ন ছবি তুলতে দেবে না স্মার্টফোন


২৩ ফেব্রুয়ারি ২০২০ ০০:১০

ইউরোপ ও মার্কিনী মিলেনিয়ালদের প্রায় ৮৯ ভাগই ‘ন্যুড’ সেলফি তুলে থাকেন, এমনটাই বলছে এক গবেষণা। এ প্রবণতা ঠেকাতে জাপানি এক প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছে। তাদের বানানো স্মার্টফোন কোনো নগ্ন সেলফি সেভ করতে দেবে না মোবাইলের মেমরিতে।

‘টোন’ নামের জাপানি প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ উদ্যোগ সফল করতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছে। অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ফোন ‘ই২০’তেই ব্যবহার করা হয়েছে ‘নগ্ন সেলফিরোধী’ কৃত্রিম বুদ্ধিমত্তা। খবর সিনেট।

জাপানের বর্তমান প্রজন্মের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে স্মার্টফোনটি। চাইলে ই২০-কে সংযুক্ত করে নেয়া যাবে অন্য ফোনের সঙ্গেও। ফোনটির অ্যালগরিদম যদি বুঝতে পারে এরকম কোনো সেলফি তোলা হচ্ছে, তাহলে ওই ছবি গ্যালারিতে সেভ করতে দেবে না।