এক দশক পর দেশের বাজারে রবিকে নিয়ে ফিরলো মটরোলা

প্রায় এক দশক পর দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হচ্ছে মটরোলা হ্যান্ডসেটের। সোমবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে মটরোলার মটো ই-ফোর প্লাস, মটো ই-ফাইভ, মটো ই-ফাইভ প্লাস হ্যান্ডসেট বাজারে আনার ঘোষণা দেয়া হয়।
দেশের বাজারে জনপ্রিয় এ কোম্পানির পরিবেশক হিসেবে কাজ করবে স্মার্ট টেকনোলজিস। ফোনগুলো মোবাইল অপারেটর রবির ই-কমার্স সাইট রবিশপে পাওয়া যাবে। মটো ই-ফোর প্লাস, মটো ই-ফাইভ, মটো ই-ফাইভ প্লাস ফোনগুলোর দাম যথাক্রমে ১১ হাজার ৯৯০, ১৪ হাজার ৯৯০ ও ১৯ হাজার ৯৯০ টাকা ধার্য করা হয়েছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন, ডিজিটাল সেবার প্রধান শিহাব আহমেদ, স্মার্ট টেকনোলজিসের চেয়ারম্যান মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জনপ্রিয় উপস্থাপিকা ফারজানা বিথী।
অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, মটরোলার নতুন স্মার্টফোনগুলোতে বড় স্ক্রিনের সুবিধাসহ কম আলোয় ভালো ছবি তোলার সুবিধা থাকছে।
এমএ