এইচপি ল্যাপটপ কিনলেই উপহার

এইচপি ল্যাপটপ কিনলে মডেলভেদে ক্রেতারা উপহার হিসেবে পাবেন একটি আকর্ষণীয় ট্রাভেল ব্যাগ বা ট্রাভেল ট্রলি। এমনটি জানানো হয়েছে এইচপি ল্যাপটপের ‘কনজিউমার প্রমোশন লঞ্চিং’ শীর্ষক অনুষ্ঠানে।
সোমবার (২০ জানুয়ারি) রাজধানী তালতলায় স্মার্ট টেকনোলজিসের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম মহিবুল হাসান, পরিচালক (চ্যানেল বিজনেস) জাফর আহমেদ ও পরিচালক (চ্যানেল সেলস) মুজাহিদ আলবেরুনী সুজন।
সংবাদ সম্মেলনে মুজাহিদ আল বেরুনী সুজন বলেন, দেশের তথ্যপ্রযুক্তি বাজারে ল্যাপটপ ও ব্র্যান্ড পিসির শীর্ষ ব্র্যান্ড এইচপি। আমরা এইচপি ব্র্যান্ড’র সিংহভাগের প্রতিনিধিত্ব করছি। আমাদের এই অফার বাজারে ক্রেতাদের মধ্যে উৎসাহ যোগাবে।