সাইবার ইউনিটের প্রাযুক্তিক জালে আটক সাইবার অপরাধী

আজ বিকেল তিনটায় চট্রগ্রামের সীতাকুণ্ড থেকে তাইজুল আজাদ(২৩) নামের একজন সাইবার অপরাধী কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।
ডিএমপির কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় পুলিশ তার কাছ থেকে মোবাইল ও ল্যাপটপ জব্দ করে।সে দুটি ফেইক আইডি এর মাধ্যমের নিজেকে একজন পাইলট পরিচয়ে বিভিন্ন মেয়েদের সাথে অনলাইনে প্রেম করে এবং ঘনিষ্ট হয়। চ্যাট করার কোন এক দুর্বল মুহূর্তে সে মেয়েদের কাছ থেকে বেশ কিছু গোপনীয় ছবি হাতিয়ে নেয়। পরে নানা ছলে বিভিন্ন সময়ে মেয়েদের কাছ থেকে টাকা নেয়। একটা পর্যায়ে মেয়েরা টাকা দিতে না পারলে বা অপারগতা প্রকাশ করলে উক্ত অভিযুক্ত সংগৃহীত ঘনিষ্ট ছবি পরিবারের কাছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার হুমকি দিয়ে হাজার হাজার টাকা দাবী করত।
এভাবে সে বিভিন্ন মেয়েদের কাছ ত্থেকে ৫/৬ লক্ষ টাকা আদায় করে। সৌদি প্রবাসি এমন একজন ভিক্টিমের অভিযোগের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম, এসি ধ্রুব এর নেতৃত্বে শুধুমাত্র একটি বাহরাইনের হোয়াটসএপ নাম্বার কে সামনে রেখে প্রাযুক্তিক বিশ্লেষণের মাধ্যমে উক্ত অভিযুক্ত কে সনাক্ত করে ও গ্রেফতার করে।তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সাইবার আইনে মামলা দায়ের করা হয়েছে।
নতুনসময়/আইকে