ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১

সিলেটে অনুষ্ঠিত দারাজ ‘ফ্যান মিট’


২৪ আগস্ট ২০১৯ ০৩:৪০

ছবি সংগৃহিত
বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজ ই-কমার্স গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে এই প্রথম বারের মতন আয়োজন করল “ফ্যান মিট”। যার মাধ্যমে দারাজের ক্রেতারা সরাসরি দেখা করে কথা বলতে পারবেন দারাজের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে। 
 
সিলেটে এই প্রথমবারের মত কাস্টমারদের সাথে মুখোমুখি হতে যাচ্ছে দারাজ। পর্যায়ক্রমে দেশের ৬৩টি জেলায় এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দারাজ কর্তৃপক্ষ।

ফ্যান মিটে দারাজ গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান করেন এবং গ্রাহকদের মতামত নেওয়া হয়। এছাড়াও দারাজের ডেলিভারি, পণ্যের গুণগত মান, রিটার্ন ও রিফান্ড পলিসি বিষয়েও আলোচনা করা হয়। বাংলাদেশের জনগণের মধ্যে ই-কমার্সের প্রতি আগ্রহ ও বিশ্বাস আরও দৃঢ় করতে দেশের সব জেলায় ফ্যান মিট করবে দারাজ। যার মাধ্যমে ক্রেতারা সরাসরি দারাজের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে কথা বলার সুযোগ পাবেন।