ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

১২৪ ভিএসপি লাইসেন্স বাতিল করল বিটিআরসি


৮ আগস্ট ২০১৯ ২২:০৯

ছবি সংগৃহিত

ইন্টারনেটের মাধ্যমে কথা বলার সুবিধা প্রদানকারী (ভিএসপি) ১২৪টি কোম্পানির লাইসেন্স বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এসব কোম্পানিকে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলে কোনো সেবা দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এমএতালেব হোসেন স্বাক্ষরিত এক নোটিশে লাইসেন্স বাতিলের এই নির্দেশনা দেওয়া হয়।

লাসেন্স বাতিলের চিঠি দেওয়া ১২৪ প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টি প্রতিষ্ঠান সরকারের বকেয়া পাওনা পরিশোধ করে যথাযথ সময়ে লাইসেন্স নবায়নের আবেদন করেনি। বাকি ১৮টি প্রতিষ্ঠান আবেদন করলেও তা যথাযথ হয়নি।

তাই লাইসেন্স বাতিল করা প্রতিষ্ঠানগুলো যদি সেবা অব্যাহত রাখে, তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর অধীনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।