ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

গুগল ম্যাপসে বাংলায় পথনির্দেশিকা


২৩ জুলাই ২০১৯ ২১:৪১

ছবি সংগৃহিত

২০১৮ সালের জানুয়ারি মাস থেকে পুরো বাংলাদেশের ৫০ সহস্রাধিক কিলোমিটার রাস্তা, ৮০ লাখের বেশি বিল্ডিং বা দালানকোঠা এবং ছয় লক্ষাধিক স্থান ম্যাপে যুক্ত করেছে গুগল। মোটরসাইকেল চালকদের জন্য নতুন নেভিগেশন মোড বা পথনির্দেশনামূলক ফিচার নিয়ে এসেছে গুগল ম্যাপস। যানজট এড়ানোর পাশাপাশি সময় বাঁচাতে তরুণদের কাছে জনপ্রিয় বাহন মোটরসাইকেল। বিআরটিএ'র তথ্য মতে, গত আট বছরে ঢাকায় নিবন্ধকৃত মোটরসাইকেলের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

মোটরসাইকেল রাইডারদেরও রয়েছে কিছু নির্দিষ্ট চাহিদা। গাড়ি যেসব পথ দিয়ে চলাচল করতে পারে না, গুগল ম্যাপসের নতুন ফিচারের মাধ্যমে সেসব সরু পথ দিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন মোটরসাইকেল রাইডাররা। এ ছাড়া এমন অনেক রাস্তা বা হাইওয়ে আছে যেগুলোতে দুই চাকা বিশিষ্ট যানবাহন চলাচল নিষেধ, কারণ সেসব রাস্তায় গাড়ি ও মোটরসাইকেলের গতির পার্থক্য অনেক। আগে পায়ে হাঁটা ও গাড়ির মিলিত সম্ভাব্য সময় ধরে নিয়ে মোটরসাইকেল রাইডাররা গন্তব্যে পৌঁছানোর আনুমানিক সময় হিসাব করতেন। কিন্তু এখন গুগল ম্যাপের নতুন মেশিন লার্নিং ফিচারের মাধ্যমে মোটরসাইকেল রাইডারদের যাত্রার সময় হবে আরও নির্ভুল, যা মোটরসাইকেলের গতির ওপর ভিত্তি করে রাইডারদের জানিয়ে দেবে। অন্যদিকে টার্ন-বাই-টার্ন ডিরেকশন বা দিক-নির্দেশনায় যুক্ত করা হয়েছে গুগল স্ট্রিট ভিউয়ের ছবি নির্ভর নেভিগেশন সিস্টেম। এতে করে গুগল ম্যাপসের মাধ্যমে মোটরসাইকেল রাইডাররা পরবর্তী সময়ে গন্তব্যে রওনা দেওয়ার আগে ট্রিপের পূর্বপরিকল্পনা করতে পারবেন অনায়াসে।

নতুন ফিচারের মধ্যে রয়েছে গুগল ম্যাপসের বাংলায় ভয়েস নেভিগেশন বা পথের নির্দেশনা প্রদান। 'ইন ১০০ মিটারস, টার্ন রাইট অন টু বীরউত্তম রফিকুল ইসলাম এভিনিউ'-এর মতো ভয়েস নেভিগেশন এখন শোনা যাবে বাংলায়। নতুন ফিচারের মাধ্যমে গুগল ম্যাপসে বাংলা ভাষায় নেভিগেশন বা দিক-নির্দেশনা শোনা যাবে এবং একই সাথে গুগল ম্যাপস অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ইংরেজি ভাষায় ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এ ছাড়া গুগল ম্যাপসে বাংলায় ভয়েস নেভিগেশন সুবিধা নিতে চাইলে অ্যাপের ল্যাঙ্গুয়েজ সেটিং অপশনে গিয়ে বাংলা (বাংলাদেশ) ভাষায় পরিবর্তন করে নিতে হবে।