মোহাম্মদ আমিনুর রহমান নিমেল এর পক্ষ থেকে সকল মুসলিমদের ঈদ এর শুভেচ্ছা

মোহাম্মদ আমিনুর রহমান নিমেল এর পক্ষ থেকে বিশ্বের সকল মুসলিম উম্মাহকে ও নারায়ণগঞ্জবাসীদের জানায় ঈদ মোবারক।মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে সকলে ঐক্যবদ্ধ ভাবে আসছে এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তিময়। পবিত্র ঈদুল ফিতরে এই কামনা করেন তিনি।
তিনি বলেন, ঈদের খুশি আমাদের সবার জীবনে মহান আল্লাহতায়ালা পূণর্তা দান করুন এই দোয়া করি। পবিত্র ঈদ-উল-ফিতর নারায়নগঞ্জ জেলা সহ বিশ্বের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়, এই শুভ প্রত্যায়ে আবারও ঈদ মোবারক।