ঢাকা শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


মাওলানা সাদের আহ্বান


২৩ এপ্রিল ২০২০ ০৬:০৪

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশ ভারতেও লকডাউন চলছে। লকডাউন চলাকালীন ধর্মীয় সভা ও প্রার্থনা, সভা সমাবেশসহ সব ধরনের বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস।

এবার রমজানে মসজিদে না গিয়ে ঘরে বসে তারাবি নামাজ পড়তে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বি ও তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি।

বুধবার এক বিবৃতিতে মাওলানা সাদ বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মসজিদে তারাবি নামাজ আদায় করা সম্ভব না হলে ঘরে বসেই তা করা যাবে। ঘরেও অনেকে একসাথে তারাবি আদায় না করারও আহ্বান জানান।

করোনাভাইরাস প্রতিরোধ করতে সরকার যেসব বিধিনিষেধ দিয়েছে সেগুলোও মেনে চলতে আহ্বান জানিয়েছেন মাওলানা সাদ।


নতুনসময়/ আনু