ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


বড়দিনের উৎসব ঘিরে নানা আয়োজন


২৪ ডিসেম্বর ২০১৯ ২২:৪৯

ছবি সংগৃহীত

কাল শুভ বড়দিন। খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে নানা আয়োজন আর বিপুল উদ্দীপনায় দিনটি পালন করেন অনুসারীরা। ক্রিসমাস ট্রি, গোশালা নির্মাণসহ গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন রূপে। বাড়িতে বাড়িতে চলছে আলপনা আঁকাসহ নানা খাবারের আয়োজন। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

গির্জা থেকে গরিবের কুটির সবখানে বড়দিন পালনের প্রস্তুতি। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, গো-শালা। এমনি নানা আয়োজনে বড় দিন উদযাপনের প্রস্তুতি নিয়েছে, খ্রিস্টান সম্প্রদায়।

ঘরদোর পরিষ্কারসহ তৈরি হচ্ছে মজার সব খাবার। গির্জায় আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। মানুষের মাঝে শান্তির বারতা নিয়ে এবারের বড়দিন উদযাপিত হবে, প্রত্যাশা খ্রিষ্টান ধর্মাবলম্বীদের।

উৎসব আয়োজন নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। যিশু খ্রিষ্ট ধরায় এসেছিলেন মানবের বেশে মানব কল্যাণের বারতা নিয়ে। তাইতো বড়দিনের আগেই উৎসবে মেতেছে সবাই।