ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


মোহনপুরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ষোল প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠান


১২ নভেম্বর ২০১৯ ০১:৪৫

ছবি সংগৃহিত

রাজশাহীর মোহনপুর উপজেলার মোন্নাডাংগি সার্বজনীন রাধা গবিন্দ মন্দিরে ২দিন ব্যাপী বিশ্বশান্তি কল্পে ও কলিযুগে জীবের মুক্তি কামনায় ১৬ প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধাকৃষ্ণের লীলাকীর্তন অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে।

১০ হতে ১১ নভেম্বর পর্যন্ত ২ দিন ব্যাপী উপজেলার মোন্নাডাংগি বিশ্বশান্তি কল্পে ও কলিযুগে জীবের মুক্তি কামনায় ১৬ প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধাকৃষ্ণের লীলাকীর্তন অনুষ্ঠানের সভাপতি শ্রী হারান চন্দ্র বলেন, আমাদের গ্রামে মাত্র ২০ ঘর হিন্দু নিয়ে এতো বড় অনুষ্ঠান করে থাকি। তিনি আরো জানান উক্ত অনুষ্ঠানে অন্য সমপ্রদায়ের লোকজন সকল সহযোগিতা করে থাকে।

অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশন করছেন শ্রী সুকদেব অধিকারি, নব বৃন্দাবন সমপ্রদায়(রাজবাড়ি) শ্রীমতি প্রতিমা রানী(টপি) রাধানাথ সম্প্রদায়(বগুড়া) শ্রীমতি শশী শখর রায়, আদি নিত্যানন্দ সমপ্রদায়(বগুড়া), ছন্দা সরকার(রীপ্তি) চাঁপাইনবাবগঞ্জ সম্প্রদায় তাদের কীর্তন পরিবেশ। আগামী ১২ নভেম্বর ভোগ আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হবে।