ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


আজ অনুশকা দাশ অন্যান্যর শুভ জন্মদিন


১৪ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৮

ফাইল ফটো

দীপ্ত টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি শিবচর বার্তা .কম এর সহ বার্তাসম্পাদক ও শিবচর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক অপূর্ব দাস অপুর একমাত্র কন্যা অনুশকা দাস অনন্যর শুভ জন্মদিন আজ ২০১৮ সালের ১৪ই সেপ্টেম্বর বাবা মা এর কোল আলোকিত করে পৃথিবীতে আসে অনুশকা দাস অন্যান্য।অন্যান্যর সুন্দর ভবিষ্যত কামনা করে তার মা জয়ন্তী দাস শুকলা ও তার ঠাকুমা সকলের কাছে আর্শীবাদ ও দোয়া কামনা করছেন।

সমুদ্রের ঢেউ, ফুলের সুগন্ধ , রাতের তারারা — সবাই জড়ো হয়েছে তোকে একসাথে বলতে স্বপ্ন গুলো সত্যি হোক সকল আশা পূরণ হোক।দু:খ গুলো দূরে যাক,সুখে জীবনটা ভরে যাক।জীবনটা হোক ধন্য, শুভ কামনা তোমার জন্য। শুভ জন্মদিন।