সন্ধ্যায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের ১০ম আসরে প্রথম থেকেই দুর্দান্ত খেলেছে লাল-সবুজের জার্সিধারীরা। প্রথম দুই ম্যাচের দুটিই জিতেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শনিবার (০৮ সেপ্টেম্বর ) বাংলাদেশের বিপক্ষে এই টুর্নামেন্টের ফর্মের তুঙ্গে থাকা নেপালের বিপক্ষে মাঠে নামবে টিম-বংলাদেশ। খেলাটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে।
এই টুর্নামেন্টে নেপাল তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২-১ ব্যবধানে হেরে যায়। অবশ্য পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। দশজনের ভুটানকে হারায় তারা ৪-০ ব্যবধানে।
তাই আজকের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেলে অথবা ড্র করলে তাদের সামনে সুযোগ থাকবে সেমিফাইনালে যাওয়ার। কিন্তু অপর ম্যাচে ভুটানের বিপক্ষে পাকিস্তান যদি বড় ব্যবধানে জয় পায় তাহলে তাদের সামনেও সুযোগ থাকবে সেমিফাইনালে যাওয়ার।
পাকিস্তান প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে আর নেপাল স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে জিতলে নেপাল-বাংলাদেশ ও পাকিস্তানের সমান ৬ পয়েন্ট করে হবে। সেক্ষেত্রে গোল ব্যবধান, মুখোমুখি লড়াই ও কার্ডের হিসাব করে নির্ধারণ করা হবে কোন দুটি দল যাবে ফাইনালে। এমন সমীকরণ দাঁড়ালে সমীকরণের ম্যাচে বাংলাদেশের বাদ পড়ারও শঙ্কা আছে।
তবে লাল-সবুজের জার্সিধারীরা এতো সমীকরণে যেতে চায় না। তারা নেপালের বিপক্ষে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চায়।
নেপালের বিপক্ষে বাংলাদেশের ফুটবল দ্বৈরথ নতুন নয়। ১৯৮৩ সাল থেকে ২০১৩ পর্যন্ত দুই দল এখন পর্যন্ত মোট ১৮ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে বাংলাদেশ জিতেছে ১২ বার। ৫ বার জিতেছে নেপাল। একটি ম্যাচ হয়েছে ড্র। তবে সবশেষ ম্যাচে নেপালের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।
২০১৩ এশিয়া কাপে ঘরের মাঠে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছে নেপাল। সেই হারের প্রতিশোধ নিতে পারবে তপু বর্মন-সুফিলররা।
আইএমটি