ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


নেইমারে যেমন নেতৃত্ব তেমন জয় ব্রাজিলের


৮ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৫০

রাশিয়া বিশ্বকাপ থেকে হতাশার বিদায়, পাশাপাশি নেইমারকে নিয়ে সমালোচনা। সব কিছু পিছনে ফেলে বিশ্বকাপের পর প্রথম মাঠে নেমে যুক্তরাষ্ট্রকে তাদের মাঠেই হারিয়ে দারুণ এক জয় পেলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

যেভাবে ব্রাজিল দলের দায়িত্ব পেলেন নেইমার, ঠিক সেভাবেই মাঠে নেমে অধিনায়ক নেইমার সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়ে জেতালেন।

বাংলাদেশ সময় শনিবার সকালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচে ২-০ গোলে হারায় তিতের দল। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে ব্রাজিল। এই চাপ বজায় রেখেই একাদশ মিনিটে গোল পেয়ে যায় নেইমারের দল।

প্রথমার্ধের এলোমেলো স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে উঠলেও কিছুই করতে পারেনি তেমন। ৭২তম মিনিটে দূরপাল্লার দারুণ এক শটে ট্রাপ বল জালে পাঠাতে চাইলেও ডান দিকে ঝাঁপিয়ে তা ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন।

ম্যাচের শেষ দিকে নেইমার-কৌতিনিয়ো-ফিরমিনোকে তুলে নেন কোচ। এরপর অবশ্য আর ব্যবধান বাড়েনি। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সাম্বারা।

আরআইএস