ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


এশিয়াকাপে লংকার বিপক্ষে অনিশ্চিত তামিম


৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৭

দেশে কিংবা দেশের বাহিরে বাংলাদেশের সেরা একাদশ সাজাতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকদের। কেউ ইনজুরি কাটিয়ে দলে ফিরছে কেউবা ইনজুরিতে পরে মাঠের বাইরে যাচ্ছে।

ঠিক এইরকম ইনজুরি কারণে নাজমুল হোসেন শান্তকে নিয়ে শংকা এখনো কাটেনি। এবার অনিশ্চয়তা দেখা দিল ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে নিয়ে। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে তার মাঠে নামা নিয়ে শংঙ্কা দেখা দিয়েছে।

গত বুধবার মিরপুরে ফিল্ডিং অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে চোট পান নাজমুল। তার আঙুলের সবশেষ অবস্থার রিপোর্ট এখনও পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ পাওয়ার কথা। এর পরই জানা যাবে এশিয়া কাপে তিনি খেলতে যাচ্ছেন কি না।

এর কয়েকদিন আগে সেই ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পান ওপেনার তামিম ইকবাল। প্রাথমিকভাবে সেটাকে ততটা গুরুতর ভাবা হয়নি। এখন আঙুলে চিড় ধরা পড়েছে। ব্যথা না কমায় স্ক্যান করালে তাতে চিড় দেখা গেছে। এ কারণে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তার মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে এরপর খেলতে পারবেন তিনি!

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'তামিমের হাতেও একটু চোট আছে। প্রথম ম্যাচের আগেই তা সেরে যেতে পারে। আবার নাও পারে। এখনো কোনো কিছুই চূড়ান্ত নয়।'

এবারের এশিয়া কাপ মাঠে গড়াবে ১৫ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে লংকানদের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করতে চান টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। এজন্য যে তামিমকে খুবই দরকার হবে তার।

তবে বাংলাদেশের জন্য এখনো হাতে রয়েছে সাতদিন। আঙুলে চোট আছে সাকিব আল হাসানেরও। তার চোটটি গুরুতর। এশিয়া কাপের আগেই অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধে পরে করাতে রাজি হয়েছেন তিনি।

আইএমটি