তামিম-মুশফিকে ভালো অবস্থানে বাংলাদেশ

দেশসেরা ওপেনার তামিম ইকবাল এবং নির্ভারযোগ্য মুশফিকুর রহিম শুরুর ধাক্কা সামলে উঠে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দুজনের জুটিতে এসেছে ১১০ রান। মুশফিক এর মধ্যেই ফিফটি করেছেন।আর তামিম ৪৮ রান করে ফিফটির অপেক্ষায় আছে।
২২.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১১৮ রান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতে ধাক্কা খায় লিটন দাসের ইনজুরিতে। গতিময় ক্যারিবীয় পেসার ওশান টমাসের একটি ইয়র্কার ফ্লিক করতে গিয়ে বল লাগে লিটনের ডান পায়ের গোড়ালির নিচে।
স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ৫* রান করা লিটনকে।
এরপর ৬ বল খেলে কোনো রান না করেই থমাসের বলে ইমরুল কায়েস ক্যাচ দেন উইকেটকিপার শাই হোপের গ্লাভসে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে টানা ব্যর্থতার চক্রে থাকা ওপেনার কাইরান পাওয়েল দলে জায়গা হারিয়েছেন।
তার বদলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান চন্দ্রপল হেমরাজ।
গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরে অভিষেক হয়েছিল ২৫ বছর বয়সী ব্যাটসম্যান।
সেই সিরিজে তিনি ৪ ম্যাচ খেলে করেছিলেন ৭০ রান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: চন্দ্রপল হেমরাজ, শেই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, রোস্টন চেইস, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ওশান টমাস।