ঢাকা শনিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৫, ১৩ই আশ্বিন ১৪৩২


রাতে মাদ্রিদ ডার্বি


২৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪

সংগৃহীত

লা লিগায় আজ মাদ্রিদ ডার্বি। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় অ্যাটলেটিকো মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটনে মুখোমুখি হবে অ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদ।

 

তবে দুই জায়ান্টের লড়াইয়ে ফর্মের বিচারে ফেভারিটের তকমা পাবে রিয়াল মাদ্রিদ। কেননা এই মৌসুমে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে আলোনসোর রিয়াল।

 

দারুণ ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলার। সেরা ছন্দে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র ও মাস্তানতুয়ানো।

 

এদিকে ইনজুরিতে এই ম্যাচ মিস করেবেন আলেকজেন্ডার আরনল্ড। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন ডিন হুইসেন।

 

অন্যদিকে অ্যাটলেটিকোর হয়ে ব্যবধান গড়ে দিতে পারেন ইনফর্ম স্টাইকার হুলিয়ান আলভারেজ। সবশেষ ম্যাচেই হ্যাটট্রিক করেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

 

তবে ইনজুরিতে মাঠের বাইরে থিয়াগো আলমাডা, হিমেনেস, জনি কার্ডোসো। অ্যাটলেটিকোর জন্য সুখবর— নিষেধাজ্ঞা শেষে ফিরছেন স্ট্রাইকার শোরলোথ।