ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


পিএসএলে নাহিদ-লিটন-রিশাদের খেলার সম্ভাবনা কতটা


১৪ জানুয়ারী ২০২৫ ১২:৫১

নিজস্ব ফুটেজ

আন্তর্জাতিকের ক্যারিয়ারের বছর পূর্ণ হওয়ার আগেই বিদেশি লিগে ডাক পেয়ে গেছেন গতির ঝড় তুলে নজর কাড়া নাহিদ রানা। ধারাবাহিক পারফরম্যান্সে আরও একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দুয়ার খুলেছে রিশাদ হোসেনের জন্য। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর দিন লিটন কুমার দাসও পেয়েছেন সুখবর। এরপরই আসছে অবধারিত প্রশ্ন, দল পেলেও খেলতে যেতে পারবেন তো বাংলাদেশের এই তিন ক্রিকেটার?

 

লাহোরে সোমবার হয়ে গেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। ডায়মন্ড বিভাগ থেকে রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। গোল্ড বিভাগ থেকে নাহিদকে নিয়েছে পেশাওয়ার জালমি, করাচি কিংসে সুযোগ পেয়েছেন লিটন।

 

নাহিদকে 'স্পিডস্টার' উল্লেখ করে গোল্ড বিভাগের প্রথম ডাকেই দলে নিয়েছেন পেশাওয়ারের ক্রিকেট ডিরেক্টর ও বোলিং কোচ মোহাম্মদ আকরাম। এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক না হওয়া তরুণ পেসার স্বীকৃত টি-টোয়েন্টিতে ১২ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট।