ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


চোট নিয়ে স্বস্তির খবর দিলেন নেইমার


৫ ডিসেম্বর ২০২২ ০০:০৭

কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে নেইমারের ফিটনেস নিয়ে এখনও ঘাম ঝরাচ্ছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেই ফরোয়ার্ড গোড়ালির চোট পান। খেলেননি গ্রুপের শেষ দুটি ম্যাচ। কিন্তু তিনি ইতিবাচক খবর দিলেন সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে।

নেইমার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমি ভালো বোধ করছি। আমি জানতাম, এখন এরকম লাগবে।’

যত তাড়াতাড়ি সম্ভব নেইমারকে পেলে ব্রাজিলের জন্যই ভালো। এরই মধ্যে হাঁটুর ইনজুরি নিয়ে ছিটকে গেছেন আরেক স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস।

আগামী সোমবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। নেইমার ইতিবাচক খবর দিলেও এখনও পরিষ্কার নয়, তিনি ওই ম্যাচটি খেলবেন নাকি আবারও মাঠের বাইরে থেকে খেলা দেখবেন!

আইকে