ঢাকা বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫, ২৭শে ভাদ্র ১৪৩২


আজ বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনা-মেক্সিকো


২৭ নভেম্বর ২০২২ ০২:৩২

আজ লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মেক্সিকো।

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

এখন পর্যন্ত বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সবগুলোতেই জয়ের স্বাদ পেয়েছে তারা। এই দুই দলের এখন পর্যন্ত দেখা হয়েছে ৩৫ বার। যার মধ্যে ১৬ ম্যাচে জিতেছে আর্জেন্টিনা, মেক্সিকোর জয় ৫ ম্যাচে। বাকি ১৪টি ড্র।

বিশ্ব মঞ্চে তাদের সবশেষ দেখা ২০১০ আসরে। সেখানে ৩-১ গোলে জিতেছিল আলবিসেলেস্তারা। বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের জন্য মরিয়া হয়ে খেলবে মেসি-দি মারিয়ারা।

নতুনসময়/আইকে