ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


আর্জেন্টিনাকে হারিয়ে সৌদির ইতিহাস


২৩ নভেম্বর ২০২২ ০৬:৫২

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রথমবারের মতো আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল সৌদি আরব।

এর আগে আর্জেন্টিনা-সৌদি ৪ বার মুখোমুখি হয়েছিল। সেখানে আর্জেন্টিনা দুবার জিতেছিল। আর ২ ম্যাচ ড্র হয়েছিল। আর প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হলো দুদল। যেখানে এগিয়ে গেল সৌদি।

আজ মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল।

প্রথমার্ধে ম্যাচের ৯ মিনিটে মেসির পেনাল্টির ১-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনাকে ম্যাচ হারতে হলো ১-২ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুর ১০ মিনিটে আর্জেন্টিনার গোলপোস্ট কাঁপিয়ে দিয়ে চমক দেখায় সৌদি আরব।

সালেহ আল শেহরির গোলে সমতায় ফেরার পর আল দাওসেরির দুর্দান্ত গোলে আর্জেন্টিনা সমর্থকদের হতাশায় ডুবিয়ে জয় ছিনিয়ে নিলো মধ্যপ্রাচ্যের দলটি।

নতুনসময়/আইকে