ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান


৪ নভেম্বর ২০২২ ০১:৩৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের আজ বাঁচা-মরার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ‘হারলেই বাদ’ ম্যাচে টসে জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে দলটি।

আজ ম্যাচে জিতলেও অবস্থার খুব একটা উন্নতি না হলেও বিশ্বকাপের মঞ্চে আরও ৩ দিনের জন্য টিকে থাকবে বাবর আজমের দল।

বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ায় এই ম্যাচে নেই পাকিস্তানের ফখর জামান। তার বদলে দলে এসেছেন বিশ্বকাপেই আচমকা সুযোগ পাওয়া মোহাম্মদ হারিস।

এছাড়া পিঠের ব্যথার জন্য এই ম্যাচে বিশ্রামে আছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। তার বদলে প্রোটিয়ানরা দলে এনেছে হেনরিখ ক্লাসেনকে।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াশিম, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, অ্যাইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়ে, লুঙ্গি এনগিডি, তাবরেইজ শামসি।