ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


বৃষ্টিতে পরিত্যক্ত আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ


২৯ অক্টোবর ২০২২ ০১:১৮

বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ।

শুক্রবার সকাল ১০টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি।

কিন্তু সকাল থেকেই মেলবোর্নে ছিল বৃষ্টি। ফলে প্রথমে বিলম্বিত হয় টস আর শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় পরিত্যক্ত হয় ম্যাচটি।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুবিধাজনক স্থানে রয়েছে আয়ারল্যান্ড। ‘এ’ গ্রুপের দল হিসেবে ৩ পয়েন্ট নিয়ে আইরিশরা রয়েছে দ্বিতীয় অবস্থানে আর ২ পয়েন্ট নিয়ে আফগানরা এখন ৫ নম্বরে।