ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


নিউজিল্যান্ডকে ১৩৮ রানের টার্গেট দিল বাংলাদেশ


১০ অক্টোবর ২০২২ ০০:৪৪

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে আজ রবিবার টস হেরে ব্যাটিং এ নেমে নাজমুল হোসেন শান্তের সর্বোচ্চ ৩৩ রানের ওপর ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ দল কিউদের টার্গেট দিলো ১৩৭ রান। অর্থ্যাৎ জিততে হলে কিউদের করতে হবে ১৩৮ রান।

এদিন টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে কোনোরকম পুঁজি দাড় করায় বাংলাদেশ। তবুও শেষদিকে নুরুল হাসান সোহানের ১২ বলে ঝড়ো ২৫ রানে ভর করে ১৩০ এর কোটা পেরোয় বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ তুলতে পারে মোট ১৩৭ রান।

এদিন সাব্বিরের বদলে সুযোগ পাওয়া নাজমুল হোসেন শান্ত করেছেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান।

কিউইদের পক্ষে টিম সাউদি, মিচেল ব্রেসওয়েল এবং ইস শোধি ২টি করে উইকেট শিকার করেন।